সংবাদদাতা: “তুচ্ছ নয় রক্তদান-বাঁচাতে পারে একটি প্রান” – এ অঙ্গীকার নিয়ে এক ঝাঁক তরুণের ছোঁয়ায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানব কল্যাণে নিয়োজিত তালা উপজেলার অন্যতম সংগঠন “খেশরা ব্লাড ফাউন্ডেশন” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো শালিখা ডিগ্রী কলেজের হলরুমে ।
সোমবার(২২ আগষ্ট) এ উপলক্ষে শালিখার ডিগ্রী কলেজে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মেজবাহুর রহমান নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
প্রধান অতিথি’র নেতৃত্বে র্যালিটি শালিখা ডিগ্রী কলেজ ও আশেপাশের এলাকা প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার শুভেচ্ছা বক্তব্যে বলেন,আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক কম। প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ রক্ত দান সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতুবন্ধন। তিনি তরুণ প্রজন্মের মধ্যে এমন উৎসাহ দেখে খুব খুশী হন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতি উদ্যোগকে তিনি স্বাগত জানান।
বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রাজিব হোসেন রাজু, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন।
উপস্থিত গণের মধ্যে আরো বক্তব্য রাখেন গোলদার সুমন হোসেন, যুবলীগ নেতা মাহিম হাসান মিলন, বিকিরণের সাধারণ সম্পাদক মাষ্টার শেখ তানভীর হোসেন তমাল, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, যুবনেতা মেহেদি হাসান সাগর, প্রভাষক এস. আর আওয়াল, আলিম সাহিত্য সংসদের সভাপতি আবুল কালাম আজাদ, মোড়ল শামসুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াদ হোসেন।
উল্লেখ্য,”খেশরা ব্লাড ফাউন্ডেশন ” কোভিড-১৯করোনা মহামারী কালীন এবং করোনা পরবর্তী সময় মুমূর্ষদের রক্ত প্রদান, জরুরী অক্সিজেন সেবাসহ অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা গ্রহণ করে।
খেশরা ব্লাড ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট