পাইকগাছা প্রতিবেদক: খুলনা -৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি কে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির দলীয় নেতা-কর্মীরা উপজেলা সদরের সরল বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয় শেষ হয়। পরবর্তীতে গণসংযোগ শেষে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন এর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন, জেলা সে্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মান্নান। এসময় বিএনপি নেতা সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, আসাদুজ্জামান ময়না, এস এম মোহর আলী, সরজিৎ ঘোষ দেবেন, টি এম শিমুল, মারুফুল হক প্রিন্স, আরিফুল ইসলাম, আলাদীন লিপু, হুরায়রা বাদশা, নাজমুল হুদা মিন্টু, বিএম আকিজ, আজহারুল গাজী, প্রভাষক মনিরুজ্জামান, আসাদুজ্জামান মামুন, সুমন গাজী, জামিনুর ইসলাম রানা, ফসিয়ার রহমান, কামাল হোসেন, নজরুল ইসলাম, তৈয়বুর রহমান, রায়হান পারভেজ, রুমি, আলমগীর, জনি, নাহিদ পারভেজ, রসুল, রিফাত, আমিনুল, অরবিন্দু রায়, রাজা, ফয়সাল সরদার, রবিউল ইসলাম, দারা উদ্দিন খান, মো. সেলিম সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

