
নজরুল ইসলাম, তালা থেকে: ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম -সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন তালার বিএম বাবলুর রহমান।
শনিবার (৪ডিসেম্বর) খুলনা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এসময় সর্বসম্মতিক্রমে বি এম রাকিব হাসানকে সভাপতি ও কাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দুইজনের নাম অন্তভুক্ত করা হয়। ওই দুইজন যুগ্ম-সাধারণ সম্পাদকের মধ্যে বিএম বাবলুর রহমান ১নং যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হন। বি এম বাবলুর রহমান পেশাগত জীবনে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সাংবাদিক হিসেবে দৈনিক সাতঘরিয়া পত্রিকার তালা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।