সাতনদী অনলাইন ডেস্ক: খুলনা বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। দিন যত যাচ্ছে করোনায় বেসামাল পরিস্থিতির দিকে হাঁটছে খুলনা।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৪ জন। সবমিলিয়ে শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।
রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।