নিজস্ব প্রতিবেদক: জীবন বাঁচাতে গাছ। জীবিকার জন্য গাছ। গাছের কোন বিকল্প নেই, গাছের থেকে বড় কোন সম্পদ নেই। একটি গাছ নানাভাবে মানুষকে উপকার করতে থাকে যুগ যুগ ধরে। এ জন্য এক ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না। বাড়ির আশে পাশে গাছ লাগিয়ে পরিবেশ ও মানবকুলকে রক্ষা করতে হবে। আমাদের এলাকা থেকে অনেক গাছ বিলুপ্ত হয়ে যাচেছ। শত শত প্রজাতির গাছ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে একই স্থানে সংরক্ষন করছে সাংবাদিক ইয়ারব হোসেন । তার এ সংগ্রহ শালার নাম দেওয়া হয়েছে গাছের পাঠশালা । তিনি যে গাছ সংগ্রহ ও সংরক্ষনের যে উদ্যেগ গ্রহন করেছেন এটি দেশ ও নতুন প্রজন্মের জন্য উপকারে আসবে। জানতে পারবে গাছের গুনাগুন সম্পর্কে। ২০১৩ সালে তার উপর যে নির্যাতন চলেছিল ঁেবচে থাকার কথা না। ইয়ারব হোসেন মানুষের দোয়ায় বেঁেচ আছে । অসুস্থ অবস্থায় বৃক্ষরোপনে মাননীয় প্রধান মন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছেন। সাতক্ষীরায় জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতার বেশি বেশি করে মনে পড়ে। সাতক্ষীরার মানুষ শাস্তিপ্রিয়। সাতক্ষীরাকে আমার বাড়ি মনে হয়। বুধবার গাছের পাঠশালার পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ড,মু আনোয়ার হোসেন হাওলাদার সাহেবকে বিপন্ন প্রজাতির গাছ উপহার দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি সাতক্ষীরার বিভিন্ন বিষয়ে খোঁজ ভবর নেন।