
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান খুলনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরগাহপুর কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আলাল হুদা (হুদা স্যার)-এর দাফন কাজ সম্পন্ন হয়েছে। রবিবার দ্বিতীয় জানাজা নামাজ শেষে দরগাহপুর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। ঐদিন এশা বাদ খুলনা জেলা স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শেখ আলাল হুদা স্যার দরগাহপুর সিদ্দীকীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে মৃত্যুর আগ পর্যন্ত সদস্য, দরগাহপুর কলেজিয়েট স্কুলের একাধিক বার বিদ্যুোৎসাহি সদস্য, খুলনায় দরগাহপুর জনকল্যান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, দরগাহপুর জামে মসজিদের সদস্য সহ বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে দরগাহপুর গ্রামবাসি একজন সমাজ সেবক ও প্রতিষ্ঠান অনুরাগী ব্যাক্তিকে হারালো। তার মৃত্যুতে দরগাহপুর গ্রামবাসী শোকাহত।