
মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনা মহানগরীর বাবু খান রোড এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর।
সোমবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম অভিযানে চালিয়ে তাদের আটক করে। আটক হওয়া দম্পতি হলেন জাহাঙ্গীর আলম (৪৫) ও তার স্ত্রী শামছুন নাহারকে (৩৬)।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাবু খান রোড এলাকায় ওই দম্পতির বাসায় অভিযান চালানো হয়। এসময় ২ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে আমাদের টিম। ওই দম্পতির নামে আগেরও মাদক মামলা রয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।