মেহেদী হাসান, খুলনা থেকে:
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটির ম্যানেজার ইফাদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে মরাদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অন্যান্য শ্রমিকেরা জানান, নিহত দুই জনের বাড়ি পঞ্চগড় জেলায় এবং একজনের বাড়ি খুলনাতে। সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
এ সময় অসাবধানতাবসত এই ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রæত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত পড়ে তিনজনের মৃত্যু হয়। নির্মাণাধীন এই ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না।’ মরদহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।