মেহেদী হাসান, খুলনা: খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সুজন ব্যাপারী (২৬) হরিণটানা এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি চটপটি ব্যবসায়ী ছিলেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেলা ১১টার দিকে সুজন লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে রাস্তার উল্টা পথ ধরে চলছিলেন। এসময়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সুজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।