নিজস্ব প্রতিবেদক: বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীণ টুকু ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের রোগ মুক্তি কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সংগীতা মোড়ে সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু। সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীনুর রহমান শাহীন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দীন, সদর উপজেলা যুবদলের খোরশেদ আলম, আলিমুজ্জামান, প্রিন্স, জিয়ারুল ইসলাম জিয়া, নূরুল ইসলাম বাবু, আফজাল, রুবেল, পৌর যুবদলের কামরুল ইসলাম, কবির, উজ্জ্বল সাধু, জামাল, হামিদ, রাজেশ, ইমামুল প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের অসুস্থ্য নেতাকর্মীদের আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ শেখ কামরুল ইসলাম।