প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২০, ১২:৪০ অপরাহ্ণ
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পেছালো
জাতীয় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন আবার পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে ঢাকার বিশেষ- ৩ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আবেদন মন্জুর করে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এসব তথ্য জানান।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো (গ্লোবাল অ্যাগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড) দুর্নীতির মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।
মামলার ২৪ জন আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূইয়া, এম শামছুল ইসলাম, এমকে আনোয়ার এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো মারা গেছেন। এছাড়া সাবেক শিল্পমন্ত্রী মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অনুযায়ী ফাঁসিতে মৃত্যু কার্যকর করা হয়েছে। ফলে এ মামলায় বর্তমানে আসামির সংখ্যা ১৮ জন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন— আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (প্রয়াত) স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ এবং গ্যাটকো’র পরিচালক শাহজাহান এম হাসিব, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রের এক হাজার কোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেছে দুদক।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.