
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি খাদ্য গুদামের সরকারি জায়গা নিয়ে জনৈক হুমায়ুন কবিরের আপীল আবেদন খারিজ করে দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বিচারক উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে আপীল আবেদন খারিজ করে রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, খাদ্য গুদামের সরকারি জায়গায় রমজাননগর ইউনিয়নের মানিকখালি গ্রামের হুমায়ুন কবির পাঁকা স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এ সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আমিনুর রহমান বুলবুল অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় ১৪৫ ধারায় প্রতিকার চেয়ে মামলা করেন। মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জমির উপর বিবাদীকে বারিত ধারার আদেশ ও স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য শ্যামনগর ওসিকে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে এই আদেশকে চ্যালেজ্ঞ করে জেলা ও দায়রা জজ আদালতে আদেশ বাতিলের জন্য আপীল করেন স্থাপনা নির্মাণকারী হুমায়ুন কবির।
শ্যামনগর উপজেলার ভেটখালি খাদ্য গুদাম কর্মকর্তা এস.এম আমিনুর রহমান বুলবুল জানান, ভেটখালি খাদ্য গুদামের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত মামলা করলে আদালত বারিত ধারা রায় প্রদান করেন। এ রায় বাতিলের দাবিতে জজ কোর্টে আপিল করেন হুমায়ুন কবির। গত ২৪ সেপ্টেম্বর জজ কোর্টে উভয় পক্ষের দীর্ঘ শুনানী হয়। শুনানী শেষে (আজ) সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মফিজুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের রায় বহাল রেখে অবৈধ দখলকারী ও স্থাপনা নির্মাণ চেষ্টাকারী হুমায়ুন কবিরের আপীল আবেদন না মজ্ঞুর করে দেয়। মামলা নং ১২১/৮৮০।
তিনি আরও জানান, আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে হুমায়ুন কবির বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী মিজানুর রহমান বলেন, উভয় পক্ষের শুনানী শেষে আদালত আপীল আবেদন খারিজ করে দিয়েছেন। সরকারি জমিতে স্থাপনা নির্মাণের কোন সুযোগ নেই।