আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি রাস্তার দুর্দশায় বিপত্তিতে রয়েছে। গ্রামের সানাপাড়ায় প্রবেশের একামাত্র রাস্তাটি ইটের সোলিংকৃত। রাস্তাটি দীর্ঘদিন বর্ষার পানির তলিয়ে ছিল। ফলে রাস্তাটি চরম বেহাল হয়ে পড়েছে। রাস্তার ইট এবড়োথেবড়ো ও কিছু জায়গায় পুকুরের সাথে রাস্তা বিলিন হওয়ার উপক্রম হয়ে গেছে। যানবাহন চলাচল যেমন চরম ঝুঁকিপূর্ণ তেমনি পায়ে হেটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার চেউটিয়া খাজরা রোডের শুরুতেই হাফিজ ও জলিল সানার বাড়ির সামনে প্রায় ২০ হাত দৈর্ঘ্যের রাস্তা একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় রাস্তার ইট পুকুরে পড়ে আছে। রাস্তার দৈর্ঘ্য প্রায় আধা কিলোমিটার। পুরো রাস্তাটি চলাচলের উপযোগী নেই। পায়ে হেটে যাওয়া অথবা দুই চাকার সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলতে পারছে না। দু'স্থানে রাস্তার পুরো অংশ পুকুরের বিলিন হওয়ার পথে। স্থানীয় বাসিন্দারা জানান, এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে বিলে পানি নিঃষ্কাশন না হওয়ায় পুরো বর্ষকাল রাস্তার বড় অংশ পানিতে তলিয়ে ছিল। ছেলেমেয়েদের বর্ষায় পানি ও কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে। মহিলা, বৃদ্ধ ও বাচ্চাদের চলাফেরায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। তারা রাস্তাটির সংস্কার দাবি করেন। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, আমার কাছে যখন রাস্তাটির তথ্য এসেছে যে কোন মূল্যে বর্ষা মৌসুমের আগেই রাস্তাটি সংষ্কার করার উদ্যোগ নেব। পরিষদে যদি কাঁচা রাস্তা সংষ্কারের কোন বাজেট আসে আমি অবশ্যই ঐ রাস্তাটি আগে ঠিক করে দেব।