
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির খাজরায় ঘেরের আইলে সবজি চাষ করে চাষীরা লাভবান হচ্ছে। নতুন অনেকে উদ্যোগ নিলেও প্রাকৃতিক বিপর্যয় আর পরিকল্পনার অভাবে সফলতার মুখ দেখেনি।
ঘেরের আইলে সবজি চাষ করে কৃষক ধান, মাছ এর পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জন এর সুযোগ পাচ্ছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পেলে ঘেরের আইলে সবজি চাষে সফল হওয়ার সম্ভবনা আছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে খাজরা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের খালিয়া গ্রামে আমিরুল ইসলামে মৎস্য ঘেরে গিয়ে দেখা যায়, ৮বিঘা জমির উপর মৎস্য ঘের। তার চারপাশে বড় ভেড়িবাঁধ দিয়ে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন। ধান, মাছ এর পাশাপাশি সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছে। ঘেরের আইলে মাচা পদ্ধতি ব্যবহার করে লাউ, সীম, বরবটি, ঢেড়স, ধুন্দল, শশাসহ অনেক সবজির চাষ হয়েছে। সকালে ক্ষেতের আইল থেকে লাউ, ঝিঙে, ধুন্দল সংগ্রহ করে বাজারজাত করার জন্য ব্যস্ত সময় পার করছেন। এ কাজে তার পরিবার সহযোগিতা করছেন। বর্তমান বাজারে সবজির ভাল দাম পেয়ে খুশি আমিরুল ইসলাম।
কৃষক আমিরুল ইসলাম জানান, আমি ৮ বিঘা জমি বর্গা নিয়ে মাছ চাষের পাশাপাশি এবারই প্রথম সবজির চাষ শুরু করেছি। জমি প্রস্তুত, বীজ ক্রয়, মাচা তৈরীসহ আনুমানিক ৫০হাজার টাকা ব্যয় করেছি। সিজন শেষে আমার লক্ষাধিক টাকা অতিরিক্ত আয় হবে বলে আশা রাখছি। তিনি আরও বলেন বিক্রয়যোগ্য নয় এমন সবজি মাছের খাবার হিসেবেও ব্যবহার করছি। সব মিলে আমার কাছে ঘেরের আইলে সবজি চাষ লাভজনক বলে মনে হচ্ছে।
শুধু আমিরুল ইসলাম নয় এমন আরও অনেক মৎস্য চাষি খাজরা ইউনিয়নে ঘেরের আইলে সবজি চাষ করে সাফল্য পেয়েছেন। তবে অধিকাংশ কৃষকরা দাবি করেছেন,সরকারিভাবে কৃষি সহায়তা ও কৃষি অফিসারের নিয়মিত পরামর্শ পেলে তারা আরও ভালভাবে উদ্যোগ নিবেন।