আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ইউনাইডে মাধ্যমিক বিদ্যালয়, খাজরার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড সেকেন্ডারি স্কুল অ্যালামনাই অ্যাসেসিয়েশন শীতার্তদের মাঝে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে সংগঠনের কার্যালয়ের সামনে বটমূল চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ১৯৭২ সালের এসএসসি ব্যাসের শিক্ষার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী। সংগঠনের সভাপতি প্রভাষক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ মহিউদ্দীন, হাবিবুর রহমান, সাংবাদিক বোরহান উদ্দীন বুলু। এসময় অন্যদের মধ্যে সহকারি শিক্ষক আশিক কুমার সানা, চিত্তরঞ্জন মন্ডল, সদস্য তারেক আজিজ, ইউনুছ আলী, মিজানুর রহমান সবুজ, ইলিয়াছ হোসেন সরদার,বিকাশ চন্দ্র মন্ডল, আমিরুল ইসলাম, কিংকর মন্ডল, অরুন মন্ডল, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইয়াকুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১শ ১০ অসহায় শীতার্তকে কম্বল ও ৩ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।