প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০১৯, ৭:৪৩ অপরাহ্ণ
খলিষখালীতে স্বল্প মূল্যের চাল বিতরনের কার্যক্রমের উদ্ভোধন
কিশোর কুমারঃ জননেত্রী শেখ হাসিনার "খাদ্যবন্ধব কর্মসুচি" হিসাবে সারা বাংলাদেশে ক্ষুধা ও দারিদ্রতা দূরীকরনের জন্য মাথাপিছু ১০টাকা মূল্যে চালবিতারন কার্যক্রম চালু হয়েছে। এরই ধারাবাহিতায় সোমবার(১৬সেপ্টেম্বর ) সকাল ১০টায় খলিষখালীতে স্বল্পমূল্যে চাল বিতরন কর্মসুচির উদ্ভোধন করা হয়েছে।
খলিষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর রহমান আজ সকালে চাল বিতরন কর্মসুচির শুভ উদ্ভোধন করেন। এ সময় খলিষখালীতে ৩জন ডিলারেরর মাধ্যমে ১২৭৮ জনকে জন প্রতি ৩০ কেজি হিসাব ১০ টাকা মুল্যে চাল প্রদান করা হয়।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোজাফফর রহমান জানান যে, খলিষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পর অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে সবসময় দাড়িয়েছি। রাস্তাঘাট উন্নয়ন, গরীর মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান, দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক সহয়তা প্রদান করে আসছি আর ভবিষৎতেও করে যাব।
এসময় সেখানে উপস্থিত ছিলেন খলিষখালী ইউপি সদস্য উত্তম কুমার দে, খলিষখালী ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক সমীর দাশ, খলিষখালী ওয়ার্কাস পাটির সাধারন সভাপতি সুফল আইচ, যুবলীগ নেতা নারায়ন হোড় প্রমূখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.