নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ সেপ্টেম্বর ৯নং খলিষখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো: মোজাফ্ফর রহমানের নির্বাচনী মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ৯নং খলিষখালী ইউনিয়নস্থ বাজার থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে ইউনিয়নের কৈখালী, দলুয়া, গাছা, চোমরখালি, মোকছেদপুরসহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে গণসংযোগ করেন। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমির কুমার দাস, সহ সভাপতি সুনিল কুমার দে, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সাত্তার, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কোমল কুমার দাস, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক নূর হোসেন, উপজেলা যুবলীগের সদস্য বিপ্লব মুখার্জী চাদুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনী মোটর সাইকেল শোভাযাত্রা জনসমুদ্রে পরিণত হয়। সন্ধ্যায় মোজাফ্ফর রহমান বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন। এসময় সর্বস্তরের জনসাধারন তাদের বক্তব্যে নৌকা প্রতিকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানান।