প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২০, ৬:৪৮ অপরাহ্ণ
খলিষখালীতে নারী ও শিশু উন্নয়ন পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত
কিশোর কুমারঃ তালার খলিষখালীতে ইউনিসেফের আয়োজিত নারী ও শিশু উন্নয়ন পরিস্থিতি বিশ্লেষণ ও পরিকল্পনা প্রনয়ন বিষায়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ফেব্রুয়ারি) তালার খলিষখালী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ইউনিসেফের (ইউ সি ফোর ডি) সনন্ময়কারী শ্রাবনী আক্তারের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সি ফোর ডি সনন্ময়কারী শেখ ইকবল হোসেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সি ফোর ডি ইউনিয়ন সনন্ময়কারী তারক চন্দ্র শীল চন্দ্র শেখর হালদার , আবু বক্বর সিদ্দীক প্রমুথ। এসময় অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশুদের উন্নয়নে ক্ষুদ্র পরিকল্পনার কথা তুলে ধরা হয়। ইউনিসেফ মোট ৬টি সেক্টরে পরিকল্পনা গ্রহন করে, সাস্থ্য , শিক্ষা,পুুুুষ্টি, পানি ও পয়নিষ্কাশন, শিশু সুরক্ষা, দূর্যোগ ও জরুরী পরিস্থিতি করনীয় বিষয় গুলো সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা গ্রহন করে কাজ করে থাকে সে বিষয় গুলো আলোচনা করা হয় । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউ পি সদস্য পঙ্কজ রায়,গনেশ বর্মন, ওসমান শেখ, সবুর সরদার যুবলীগ নেতা আজীজ গাজী, নারায়ন হোড় সহ সাংবাদিক বৃন্দ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.