তালা উপজেলা প্রতিবেদক: তালা উপজেলার খলিষখালীতে কৃষকের অর্ধ লক্ষ টাকার হলুদ গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান, কৃষি, কারিগরি ও বাণিজ্য কলেজের দক্ষিণ পাশে ২৭ আগস্ট রাতে ঘটনাটি সংঘটিত হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক উদয় মুখার্জি ও অসিত মুখার্জি জানান, ১০ কাঠা জমির হলুদ ২৭/৮/২১ ইং তারিখে দিবাগত রাত আনুমানিক ১.০০ টা থেকে ৩. ০০ টা সময়ের মধ্যে কে বা কারা হলুদ গাছ গুলো কেটে দিয়ে যায়। সকাল হতে না হতেই লোক মুখে শুনে আমরা দুই ভাই জমিতে এসে মাথায় হাত দিয়ে আর্তনাদ করতে শুরু করি। তারপর খলিষখালী পুলিশ ক্যাম্পের এ,এস,আই রফিকুল ইসলামকে মৌখিক ভাবে জানালে উনি ঘটনা স্থান পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেন। দুষ্কৃতকারীরা এই ভাবে মানুষের ফসলের ক্ষতি করতে পারে বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। যেহেতু রাতের অন্ধকারে হলুদ গাছ গুলো কাটা হয়েছে সেহেতু কোনো দুষ্কৃতকারীকে চিহ্নিত করতে পারছেন না। এ বিষয়ে এ, এস,আই রফিকুল ইসলাম সহ এলাকার জনগণ প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান, কৃষি, কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ এম,এম,আসাদুজ্জামানের সাথে কথা বলেন। তিনি বলেন দুষ্কৃতকারী যেই হোক তাকে চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির আয়োতায় আনা হোক এবং আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো। এরূপ ঘটনা ঘটায় এলাকার জনগণ গভীর ভাবে দুঃখ প্রকাশ করছে।