বিশেষ প্রতিবেদক, তালা: আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের ১নং (কাটাখালী, কাঁদাকাটি, মকসেদপুর, হাজরাপাড়া) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় খলিষখালী খলিশখালী হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ডা. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জাপার প্রবীন নেতা উপজেলা কমিটির সদস্য মুহা. আব্দুর জব্বার, খলিশখালী ইউনিয়ন জাপার সভাপতি মোল্যা নূরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, জাপার তালা উপজেলা সিনিয়র সহ- সভাপতি মাষ্টার আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আবুল বাশার, জাতীয় পার্টির নেতা মো. সামছুদ্দিন মোড়ল, মো. আকরামুজ্জামান খাঁন, মো. সাইফুল ইসলাম কাগুজী, জাপানেতা মো. জহির মোড়ল, ২নং ওয়ার্ড জাপার সভাপতি মো. আব্দুর রাজ্জাক কাগুজী, জাতীয় যুব সংহতি নেতা মুহা. আলী হোসেন, ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নুর মুহাম্মদ মোড়ল, জাতীয় যুব সংহতি ওয়ার্ড সভাপতি মো. আব্দুল হান্নান মোড়ল, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মোড়ল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. জহির মোড়ল, সাধারন সম্পাদক মুহা. আকরামুজ্জামান খাঁন, জাতীয়ছাত্র সমাজ নেতা মুহা. স্বাক্ষর খাঁন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, তিনি মন্ত্রী থাকাকালে তালা কলারোয়াসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভাবনীয় উন্নয়ন সহ জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করেছেন। সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে দলমত নির্বিশেষে এমপি হিসাবে নির্বাচিত করার জন্য আহব্বান জানান। সেই সাথে উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক নজরুল ইসলাম কে বিজয়ী করলে তার হাত দিয়ে তালা পাটকেলঘাটায় পৌর সভায় উন্নীত করা হবে।