নজরুল ইসলাম, তালা: আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালায় জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় খলিশখালী হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন সভাপতি মোল্যা নুরুল ইসলামের সভাপতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। ইউপি জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির তালা উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান, জাপা নেতা মো. আব্দুল ওয়াদুদ গোলদার, জাপার ওয়ার্ড কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক গাজী, সাধারন সম্পাদক মো. রুস্তম আলী সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান আলী সরদার, মো. আব্দুর রাজ্জাক কাগুজী, জাতীয় যুব সংহতির তালা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এস,এম তকিম উদ্দীন, ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর কাগুজী, সাধারন সম্পাদক মো. মো. মুকুল সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান ইমন, মো. আলী হোসেন গোলদার, যুবসংহতির নেতা মো. ফরিদ মোড়ল, জাপানেতা মো. আরশাফ গাজী, মো. জাকির হোসেন গোলদার, মো. দবির উদ্দীন সরদার, মো. জব্বার গাজী, তালার সদর যুব সংহতির ৬নং ওয়ার্ড সিনি. সহ-সভাপতি শেখবাপ্পী প্রমুখ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রার্থী বলেন, পল্লীবন্ধু এ দেশের মানুষের কল্যানে জুলুম নির্যাতন হয়রানি, সরকারি কর্মকর্তা কর্মচারিদের হাত থেকে হয়রানি বন্ধে উপজেলা পদ্ধতি চালু করেন। তিনি আরও বলেন, সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে তাকে জননেতা সৈয়দ দিদার বখত্ কে সংসদ সদস্য ও সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহব্বান জানান।