বিশেষ প্রতিবেদক, তালা: খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি মো. আব্দুর রউফ মোড়ল (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে... রাজেউন। গতকাল সকাল ১১ টায় মরহুমের নিজের দানকরা জমিতে প্রতিষ্ঠিত খালিদ বিন অলিদ (রা.) হাজরাপাড়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা চত্বরে বাদ আছর জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে শরিক হন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম, খলিশখালী ইউনিয়ন জাপার সভাপতি মো. নূরুল ইসলাম মোল্যা, সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, ওয়ার্ড কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মরহুম আব্দুর রউফ মোড়ল সাহেবের বড়পুত্র আব্দুর রাজ্জাক মোড়লসহ এলকার মুসুল্লিবৃন্দ। এদিকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেকমন্ত্রী এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান রহমান সহ জাতীয়পার্টি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।