সাতনদী ডেস্ক: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা শাখার আয়োজনে, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা এবং রোটারি ক্লাব অব সাতক্ষীরার সহযোগিতায় ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় লেক ভিউ কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশ সাতক্ষীরার সভাপতি ডা. আব্দুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম। প্রধান বক্তা ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশ সাতক্ষীরার সিনিয়র সহ-সভাপতি এ এম আক্তারুজ্জামান মুকুল, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সহ সভাপতি রোটা: পিপি মাগফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক রোটা: কামরুজ্জামান রাসেল। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার সিএম নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এবং পরিচ্ছন্ন কর্মীদের ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং সনদপত্র বিতরণ করা হয়।
ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পূর্ববর্তী পোস্ট