নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় রিপোর্টার্স ক্লাবের ভেতরে ঢুকে মোঃ জাহিদুল ইসলাম নামে এক সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বসে দৈনিক রূপান্তরের উপজেলা প্রতিনিধি হিসেবে একটি প্রতিবেদন প্রস্তুত করছিলেন।
এসময় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিবের ভাগ্নে এবং কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল ক্লাব কক্ষে প্রবেশ করে হঠাৎ চড়াও হন সাংবাদিক জাহিদুলের ওপর। অভিযোগ রয়েছে, রোমেল সাংবাদিককে প্রশ্ন করেন—“সে কেন তাকে দেখে উঠে দাঁড়ায়নি এবং সালাম দেয়নি।” এরপরই রোমেল জাহিদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করেন।
আহত সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, আমি ক্লাবে বসে রিপোর্ট লিখছিলাম। রোমেল হঠাৎ এসে আমাকে কিল, ঘুষি মারে। কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করা হয়। পরে সে ক্লাব পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং বলে আমাকে হত্যা করবে।
ঘটনার পর কলারোয়া রিপোর্টার্স ক্লাবে জরুরি বৈঠক হয়। ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকরা এ বৈঠকে অংশ নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
প্রশাসনের প্রতি দাবি দাবি করে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ জানান, এ ঘটনা ন্যক্কারজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। রোমেলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা চাই।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনার কথা শুনেছি, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, রোমেলের বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, লুটপাট এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকির ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবারই প্রভাব খাটিয়ে সেসব ঘটনা ধামাচাপা দেওয়া হয়।
ক্লাবের সাংবাদিকরা বলছেন, ক্লাবের মতো জায়গা যেখানে নিরাপদ নয়, সেখানে আর কোথায় নিরাপত্তা খুঁজবো? এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু ঘটে যেতে পারে।
ঘটনার ন্যায়বিচার চেয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ এবং স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। এবং যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে আগামীকাল মানববন্ধন করবে বলে জানান সাংবাদিক মহল।