
প্রেস বিজ্ঞপ্তি: ডলি সায়ন্তনীর ছোট বোন সংগীত শিল্পী পলি সায়ন্তনী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাতক্ষীরার কৃতি সন্তান জি.এম সৈকতের মাধ্যমে পলি সায়ন্তনী সমাজসেবা অধিদপ্তর থেকে পঞ্চাশ হাজার টাকার অনুদান পান। শনিবার ফাউন্ডেশনের কার্যালয়ে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আবু মাসুদ। পলি সায়ন্তনী বলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকতের মাধ্যমে আমি বেশ কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছি। প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সৈকত ভাই এবং আবু মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ।