
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কোমরপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৭মার্চ) সকাল ১১টায় অত্র মাদ্রাসার সুপার আব্দুল খালেকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। এছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল রফিক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অত্র মাদ্রসার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মদিন উপলক্ষ্যে অষ্টম শ্রেণির এক গরীব মেধাবী ছাত্রকে একটি বাই সাইকেল উপহার দেওয়া হয়।