স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামে এক বিত্তশালী কর্তৃক একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের লক্ষ্যে হামলা চালিয়ে একজনকে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামে। হামলায় আহত উত্তর কোমরপুর গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে মোঃ শহিদ গাজী বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। সরেজমিনে তদন্তে গিয়ে উপস্থিত এলাকার প্রায় অর্ধ শতার্ধিক নারী-পুরুষ জানান, ইং ২০১৪ সালে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ আলীম কোমরপুর মৌজার ১৮৯খতিয়ানের ১০২দাগে ৩০ শতাংশ খাস জমিতে শহীদ গাজী সহ ৮টি অসহায় ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করেন। গত সাত বছর যাবত উক্ত ভূমিহীন পরিবার গুলো বরাদ্দকৃত জমিতে ঘরবাড়ি তৈরী করে বসবাস করে আসছিল। কিন্তু অত্র খাস জমিতে অসহায় ভূমিহীন পরিবার গুলোর পূর্ণবাসন মেনে নিতে পারেননি খাসজমি সংলগ্ন বসবাস কারী বিত্তশালী মৃত আফসার আলীর ছেলে আঃ ছালাম গাজী(৫৫)। আঃ ছালাম গাজী প্রায় সময় তার বসত বাড়ীর সংলগ্ন ভূমিহীন পরিবার শহীদ গাজীর বরাদ্দকৃত খাসজমি অবৈধ ভাবে দখলে নেওয়ার পায়তারা করছিল। যার প্রেক্ষিতে শুক্রবার ২৬ মে শহিদ গাজী তার বসত ঘর মেরামত করার সময় বেলা আনুঃ সাড়ে ১২টায় আঃ ছালাম, তার স্ত্রী আফরোজা খাতুন, ছেলে সাগর সহ বহিরাগত কয়েক জন লোক ভূমিহীন শহিদ গাজী ও তার স্ত্রী ফতেমা খাতুনের উপর হামলা ও বসত ঘরে ভাংচুর করে। আঃ ছালামের হেসু(দা) এর কোঁপে ডান পেটের পাজড়ে কাটা জখম করে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত শহীদ গাজীর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি উপরক্ত ঘটনার হুবহু বিবরন দিয়ে জানান, এ ব্যাপারে তিনি দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ব্যাপারে দেবহাটা থানার আফিসার ইন চার্জ শেখ ওবায়দুলাহ বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি দ্রত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।আইন শৃঙ্খলা অবনতি কারি যেই হোক ছাড় দেওয়া হবে না।