ধুলিহর প্রতিনিধিঃ ধুলিহর কোমরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২০ ডিসেম্বর ) বিকালে কোমরপুর যুব সংঘের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সাতক্ষীরা ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বায়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা সদর উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক তাকদীর আহসান রুবেল,বিশিষ্ট সাংবাদিক মফিজুল ইসলাম ফাহিম,ব্রিটিশ নাগরিক ও সমাজসেবক ও বয়বসায়ী মোঃ হাফিজুল ইসলাম আকাশ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের সেক্রেটারী রবিউল ইসলাম,ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজান চৌধুরী,ধুলিহর ইউনিয়ন বি এনপির সভাপতি ফারুক হোসেন মিঠু,৮ নং ধুলিহর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু,দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও বিশিষ্ঠ সাংবাদিক মেহেদী হাসান শিমুল, সাবেক মেম্বর মাস্টার মহিদ,মাস্টার আব্দুস সালাম,কোমরপুর যুব সংঘ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোজাম্মেল হক খান,ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির হোসেন,সহ আরো অনেকে।ফাইনাল খেলায় অংশগ্রহন করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদ পুর সবুজ সংঘ একাদশ বনাম খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী আগোমনি স্পোটিং ক্লাব।খেলার প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাগালী আগোমনি স্পোটিং ক্লাব,তারা খেলার দ্বিতীয় অর্ধে আরো একটি উক্ত খেলায় গোল করেন বাগালী আগোমনি স্পোটিং ক্লাবে শাকিল দুইটি ও শামীম একটি, সবচেয়ে দ্রুত গামী খেলোয়াড়ের পুরস্কার জয়ী আশাশুনি এক্সপ্রেস খ্যাত হাবিবুল্লাহ,সেরা খেলোয়াড় বাগালি আগোমনি স্পোটিং ক্লাবের শাকিল,সেরা গোলকিপার বাগালী আগোমনি স্পোটিং ক্লাবের আমির,টুর্নামেন্ট সেরা বাগালী আগোমনি স্পোটিং ক্লাবের সাদ্দাম হোসেন।খেলার মাঠপরিচালকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবীর,একে আজাদ কানন,নাজমুল হুদা।মাঠে অত্যান্ত প্রানবন্তকর ও সুললিত কন্ঠে ধারাভাষ্যকার প্রদান করে আশাশুনি উপজেলার কৃতি সন্তান আশরাফ আলী