
আহাদুর রহমান:
কোভিড-১৯ মোকাবেলায় সাতক্ষীরা জেলাব্যাপী সরকারী ৮টি, বেসরকারি ২৪টি চিকিৎসা কেন্দ্রে ১০৫১ টি শয্যা যার মধ্যে করোনা চিকিৎসায় ৫৪টি ব্যাবহার করা হবে। করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ২৫৩ জন চিকিৎসক ও ৫২৯ জন নার্স প্রস্তত আছেন। এছাড়ও চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য ১৯৪৪টি পিপিই এর মধ্যে ১০৪৭ বিতরণ করা হয়েছে। প্রয়োজনে বেড, ডাক্তার ও নার্সের সংখ্যা আরও বাড়ান হবে। সাথে দেওয়া হবে পর্যাপ্ত পিপিই।
কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ০৩ টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা নিবেদিত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি শয্যা প্রস্তুত রয়েছে।
সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৩৪ জনের নমুনা পাঠানো হয়েছে। ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ।
করোনা ভাইরাস মোকাবেলায় জেলা ও উপজেলার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এনজিও উত্তরণের সহায়তায় সাতক্ষীরার জেলা ও উপজেলার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ সকালে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এবং সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।