তালা হতে ফিরে ফিরদৌস আলম ঃঃ
ভূমি সংস্কার আইন ১৯৮৪ চতুর্থ অধ্যায় ৬ ধারায় বাস্তু হইতে উচ্ছেদ ইত্যাদি নিষিদ্ধ ঃ- “কোন পল্লী এলাকায় মালিক কর্তৃক বাস্তু হিসাবে ব্যবহৃত কোন জমি কোন কর্মকর্তা আদালত বা অন্য কোন কর্তৃপক্ষের আটক ক্রোক,বাজেয়াপ্তকরণ বা বিক্রয় সহ সকল আইনগত প্রক্রিয়া হইতে অব্যাহতি পাইবে এবং উপরোক্ত মালিককে কোন উপায়ে উক্ত বাস্তু হইতে বঞ্চিত বা বেদখল বা উচ্ছেদ করা যাইবে না। তবে শর্ত থাকে যে, এই ধারার কোন কিছুই কোন আইনের অধীন অনুরূপ বাস্তু অধিগ্রহনের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে না ”। কিন্তু এই আইনের ব্যর্তায় ঘটিয়ে ভিটাচ্যুত করার জন্য প্রশাসনকে বল প্রয়োগ করা হচ্ছে। মব জাস্টিস করা হচ্ছে।
সাংবাদিক জলিল আহমেদ ও আব্দুস সাত্তার জানান ব্রিটিশ আমল থেকে তার পিতা আনোয়ার হোসেন বাস্তভিটা তৈরি করে ৮ শতক জমির মধ্যে বসবাস করতেন। তার পিতার মৃত্যুর পরে তারা দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। তাদের পৃথিবীতে আর কোন জায়গা জমি নাই।
সাংবাদিক জলিল আহমেদ আরো জানান, তার পিতা আনোয়ার হোসেন ১৯৫৯ সালে ৮৯ নং তালা মৌজার ২১২,২১৩,২১৫ সাবেক দাগের মধ্যে হইতে ১০ শতক সম্পত্তি ক্রয় করেন। উক্ত ক্রয়কৃত সম্পত্তি বাস্তুভিটা ব্যবহৃত হয়ে আসছে। ১৯৯০ সালে জরিপের আমীন নতুন প্লটও মাঠ জরিপ কালে সরকারি রাস্তা সাবেদক ২১৮ যার বর্তমান দাগ ২০৪২ এবং ২১২,২১৩,২১৫,২১৮ মিলে ২০৪৭ নতুন দাগ সৃষ্টি হয়েছে যার জমির পরিমান ১ একর ২০ শতক। উক্ত সম্পত্তি ৩০ ধারার আপত্তি স্তরে তারা আপত্তি কেস নং ৭৬৯ মোতাবেক আপত্তি অফিসার মো. আব্দুস সেলিম সরজমিনে দখল তদন্ত করার জন্য অত্র অফিসের সার্ভেয়ার আবুল খায়ের কে নির্দেশ প্রদান করেন।
সার্ভেয়ার আবুল খায়ের কতৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় ৭৬৯ নং আপত্তি কেসে বাদী পক্ষ হাল ২০৪৭ দাগের ১.১৯৫০ একর জমির মধ্যে ০৭৮১ একর ভূমি বাস্তবাড়ি তথা বিল্ডিং করত দীর্ঘ দিন যাবত শান্তি ভোগদলে আছেন। নালিশী ভূমিতে শান্তিপূর্ণ দখলে থাকায় দখল ও কাগজপত্র বিবেচনায় ৭৬৯ নং কেসের বাদী পক্ষের দাবি গ্রহনযোগ্য বিবেচিত হয় এবং ৭৬৯ নং আপত্তি মঞ্জুর হয় এবং নালিশী ডিপি ৫৪৭ নং খতিয়ানের হাল ২০৪৭ দাগের .০৮০০ একর ভূমি কর্তন পূর্বক ৭৬৯ নং কেসের বাদী পক্ষের নামে সমান অংশে রেকর্ড হয় যার ডিপি খতিয়ান নং ৬৭৭ তারিখ ৩০/১২/২০১৪। প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মাদ এরশাদ সাহেব ভূমি সংস্কার আইন ১৯৮৪ অধ্যাদেশ ৪ এর ৬ ধারার আইনে কোনক্রমে এ ধরনের পরিবারকে কোন আইনের দ্বারা বাস্তু চ্যুত করা যাবে না। একদিকে বৈধ কাগজ পত্র জরিপের রেকর্ড পত্র অপরদিকে প্রেসিডেন্ট অডিয়েন্স ভূমি সংস্কার আইন ১৯৮৪ অধ্যাদেশ ৪ এর ৬ ধারার আইন ও বৈধ কাগজপত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মব জাস্টিসের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।