মোঃ শাহীন আলম, কৈখালী প্রতিবেদক, শ্যামনগর: সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি), ঘূর্ণিঝড় প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠান সফলভাবে পালিত হয়।
কৈখালী ইউনিয়ন সিপিপি’র সভাপতি মোঃ সোলাইমান হোসেন এর সভাপতি কৈখালী ইউনিয়নের ১০টি ইউনিট লিডারদের সার্বিক ব্যবস্থাপনায় সিপিপি’র ১০টি ইউনিটের সকল সেচ্ছাসেবকদের উপস্থিতিতে কৈখালীর যাদবপুর বাজারের মেইন সড়ক র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের মেম্বর, শ্যামনগর উপজেলা সিপিপি’র সভাপতি শেখ মাকসুদুর রহমান মুকুল, অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু দাউদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মুজিবর রহমান, ইউপি মেম্বর আমিনুর মল্লিক, সাংবাদিক শাহীন আলম ও সিপিপি ইউনিট লিডার পঙ্কজ মন্ডল, আলহাজ্ব জিয়াউর রহমান প্রমুখরা।