
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের খলিল মুল্লিক পুত্র মাদক ব্যাবসায়ী আনিছুর মুল্লিক কৈখালী ইউনিয়ন কে মাদকের সম্রাজে পরিনত করছে বলে জানা গেছে। ভারত থেকে অবৈধ ভাবে বিভিন্ন মাদক এনে গোপনে ও প্রকাশ্যে মাদক বিক্রয়ের সত্যতা অনুসন্ধানে জানা গেছে।
আনিছুর ভারত থেকে মাদক এনে গ্রামের কয়েক জন যুবক কে দিয়ে প্রকাশ পাইকারি ও খুচরা বেচা কেনা করছে। তার বাড়ি সংলগ্ন রাস্তা, ইব্রাহীমের দোকান টু আজিজ মাস্টারের মোড় পযন্ত রাস্তাটি মাদক সরবরাহের নিরাপদ রুট। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মাদক সেবী ও খুচরা বিক্রেতারা এসে বিভিন্ন মাদক ক্রয় করে নিয়ে যাচ্ছে জানা গেছে। ইতোপূর্বে আনিছুরের একাধিক সহোযোগি মাদক সহ আটক হলেও আনিছুর ধরা ছোঁয়ার বাহিরে। সে খুব টেকনিক খাটিয়ে অহরহ মাদকের ব্যাবসা করে যাচ্ছে। গ্রামের কেউ কোন রকম বাধা দিলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি এবং তাদের বাসায় মাদক রেখে ধরিয়ে দেয় বলে ভুক্তভোগীরা জানান।
মাদক সম্রাট আনিছুরের বিরুদ্ধেও ইতোপূর্বে একাধিক মাদক মামলা চলমান। আনিছুরের কারণে কৈখালী ও পার্শ্ববর্তী ইউনিয়ন রমজাননগর সহ আশে পাশে কয়েক ইউনিয়নের উঠতি বয়সের স্কুল ছাত্র ও যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। কয়েক জন অভিভাবক দাবী করেন হাতের নাগালে কম টাকায় বিভিন্ন মাদক পাওয়ার কারনে তাদের সন্তানেরা খুব সহজেই মাদক সেবন করছে। তারা তাদের সন্তানদের কোন ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সাথে সাথে সন্তানের দ্বারা তারা বিভিন্ন ভাবে হেনস্তারও শিকার হতে হচ্ছেন। এলাকার এক দল অল্প বয়সের মাদকাসক্ত কিশোর তাদের এই নেশার টাকা ম্যানেজ করার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় চুরিসহ মোবাইল ও টাকা পয়সা ছিনতাইয়ের মতো জঘন্য অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। এলাকাবাসী এই মাদক ব্যাবসায়ীকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।