
নিজস্ব প্রতিবেদক: কৈখালী কোষ্টগার্ড ষ্টেশনের ব্যবহারের জ্বালানী তৈল, ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনার বিবারনে জানা গেছে, কোষ্টগার্ডকে সুন্দরবনে টহলের জন্য সরকারী জ্বালানী ব্যহারের ডিজেল দেয়া হলেও তা বিক্রি করে আসছে কোষ্টগার্ডের কর্মকর্তারা। হরিনগর বাজারে মৃত: মতিন মোড়লের পুত্র টুটুল মোড়ের সিমেন্ট, এ্যালবেষ্টার, গ্যাস সিলে›ডার ও ডিজেল সহ ভ্যারাইটিস দোকানে একটি ইঞ্জি ভ্যানে করে ৩০ লিটারের ৩টি ড্রামে ডিজেলগুলো বিক্রি করেতে যায়। সে সময়ে স্থানীয় প্রতিনিধি ইঞ্জিন ভ্যান চালক নূরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি ভিডিওতে বলেন, আমার বাড়ী কোষ্টগার্ডের পাশে। কোষ্টগার্ড এই তৈল নৌকার মাঝি, বাবুর্চির বেতনের জন্য বিক্রি করে। আমি প্রতি সপ্তাহে এই তৈল নিয়ে আসি। কোষ্টগার্ড আমাকে প্রতিবার ২শ’ টাকা করে ভাড়া দেয়। আমি আর কিছু বলতে পারবো না। এ বিষয়ে কোষ্টগার্ড সিসি আমির হামজা বলেন, মাঝি ও বার্বুচির জন্য প্রতিদিন ১৫ লিটার তৈল দেয়া হয়। তারা কোথায় বিক্রি করবে সেটা তাদের ব্যাপার। তবে এই সরকারী তৈল বিক্রির কোন বৈধতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেন।