
শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরের কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ২টি এ্যাওয়ার্ড লাভ করেছেন। গত ২৯ ডিসেম্বর ২০২০ ঢাকা ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বিজয় গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২০ এবং ২৩ জানুয়ারী ২০২১ ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২১ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেখ আব্দুর রহিম কে এ সম্মানে ভূষিত করা হয়। তাকে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মেডেল ও সনদপত্র প্রদান করায় কৈখালী ইউনিয়ন বাসী অভিনন্দন জানিয়েছেন।