শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলার কৈখালী কোষ্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২২ বুধবার বিকাল আনুমানিক ৩.৩০ থেকে ৮.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন এর আতাধীন বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শেখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আটক কৃত আসামীরা হলো শ্যামনগর উপজেলার চন্ডীপুর গ্রামের আব্দুল মোমিন গাজীর পুএ মোঃ কামাল গাজী(২৪) ২. শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মোঃ কামাল হোসেনের স্ত্রী মোছাঃ আরিফা বেগম (২২) কে আটক করা হয়। উক্ত জব্দকৃত গাঁজা ও আটককৃত গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় ।