
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালিতে নৌকা, ছাগল, রান্না খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কইখালি বাজারে ঘুর্নিঝড় আম্পান করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় হত দরিদ্রদের মাঝে ১০টি নৌকা, ১০টি ছাগল, নগদ অর্থ, ৩শ জনের মাঝে রান্না খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস গোল্ড ও বাংলাদেশ ও ইউথ এন্টারপ্রেনারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ইওয়াব)। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফফারী, লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস গোল্ডের প্রেসিডেন্ট লায়ন রওশনা পারভীন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা, সংগঠক ও ইওয়াব সেন্ট্রাল অর্গানাইজার কে এম নেয়ামতউল্লাহ বাবু, হাসিনা মুক্তা, মো মাসুদ সরকার, লায়ন রেশমা জাহান, লায়ন বিলকিস আক্তার শিখা, সালমা আক্তার, মো আজিজুল ইসলাম, ইওয়াব জেলা কোর্ডিনেটর আব্দুল কাদের, সদস্য ফাহাদ হোসেন, লায়ন লাভলু, রুহি, মনজুরুল হাসান বাবুল প্রমুখ। এর আগে ২৮ অক্টোবর প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা রোড এলাকা সহ শহরের বিভিন্ন প্রন্তে মাস্ক বিতরণ করা হয়েছে।