ইটাগাছা প্রতিনিধি: কে এই লুই বাবু? নেই কোন ব্যবসা, নেই কোন তার কাজ। মাদকসেবী এই যুবকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এক সময়ের বিএনপিকর্মী লুই বাবু এখন আওয়ামীলীগ নেতার শেল্টার নিয়ে একের পর এক সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েছে। সাধারণমানুষ লুই বাবুর গ্যাং এর বিরুদ্ধে মুখ খুলতে সাহস হয় না। সাতক্ষীরা শহরের সাত নম্বর ওয়ার্ড ঘুরে এখবরের সত্যতা পাওয়া গেছে।
শহরের ইটাগাছা বউ বাজার এলাকায় লুই বাবু তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে। তার পিতা কাদের গনি গণপূর্ত অফিসের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী। ছেলের অপকর্মের কারণে কাদের গনি তার ঔরসজাত সন্তান কে বসতভিটা থেকে বের করে দিলে লুই বাবু বাসা ভাড়া নিয়ে বসবাস করে। এলাকায় চাঁদাবাজি তার উপার্জনের একমাত্র মাধ্যম। মূলত জমি দখলই তার প্রধান আয়। বিরোধপূর্ণ জমি দখল, পাল্টা দখলে লুই বাবু তার গ্রুপ নিয়ে ভাড়া খাটে বলে অভিযোগ রয়েছে। ওই অঞ্চলে যেখানে বিরোধ সেখানেই লুই বাবু গ্যাং। সম্প্রতি একটি গোলযোগ পূর্ণ জমি বেচা- কেনাই চাঁদাবাজি করে কিনেছে নতুন মোটরসাইকেল। দুপুরের পর তার দুজন সঙ্গী নিয়ে মোটরসাইকেল যোগে মাদক সেবনের উদ্দেশ্যে লুই বাবু বেরিয়ে যায় সীমান্ত এলাকায়। মাদক সেবন তার নিয়মিত নেশা মোজাফফর গার্ডেন চালু থাকা অবস্থায় লুই বাবু গ্যাং বাঙালের মোড় থেকে মোজাফফর গার্ডেন পর্যন্ত চলাচলকারি প্রতি ভ্যান এবং ইজিবাইক থেকে ১০ টাকা হারে চাঁদা আদায় করত। আনারুল ইসলাম ওরফে লুই বাবু গ্যাং এর অত্যাচারে সাধারণমানুষ জিম্মি হয়ে পড়েছে। কিন্তু তার শেল্টার দাতা ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।