
সরদার আবু সাইদ: সুস্থ হয়ে বাড়ি ফিরেই সাতক্ষীরার মানবিক জেলা প্রশাসক(ডিসি) এস,এম মোস্তফা কামাল এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতে সেই কেয়া মনি চলে যান জেলা প্রশাসক কার্যালয়ে। এ সময় কেয়া মনি জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারিবারিক অভাব-অনটনের কারণে অনেক সময় দু’বেলা খেতেও পারিনি। তার ভেতরে শারিরিক এতো অসুস্থা নিয়ে বাচাঁর আশা ছেড়েই দিয়েছিলাম এর মাঝে পিতার মত পাশে দাড়িয়ে আমাকে যেভাবে তিনি চিকিৎসা করিয়ে সুস্থ করেছেন নতুন করে বাচার স্বপ্ন দেখিয়ে যেভাবে সহযোগিতা করেছেন তাতে আমি ও আমার পরিবার জেলা প্রশাসকের প্রতি চির কৃতজ্ঞ।
এ সময় জেলা প্রশাসক তার শারীরিক ও লেখাপড়ার খোজ খবর নেন এবং তার লেখাপড়ার কোন রকম সমস্যা হলে তাকে জানাতে বলেন, সব রকম সহযোগীতা করা হবে বলে জানান। এ সময় জেলা প্রশাসক কেয়া মনির জন্য শীতের পোশাকের বাবস্থা করেন এবং এমন বিষয় তুলে ধরার জন্য প্রতিবেদক কে ধন্যবাদ জানান। উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এর পায়রাডাঙা গ্রামের দিনমুজুর মনিরুজ্জানের মেয়ে কেয়া মনি ছোটবেলায় টিকা নেওয়ার পর থেকে সমস্যা হয় পরে ইনফেকশন হয়ে পচন ধরতে শুরু করে অপারেশন করতে হয় দুইবার আর চিকিৎসার খরচ বহন করতে না পেরে অসহায় হয়ে অনিশ্চয়তার মাঝে দিন কাটছিলো অসহায় পরিবারটির। সংবাদ প্রকাশের পর খবরটি নজরে আসায় সাতক্ষীরার মানিবক জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে ফোন করে খোঁজ খবর নিয়ে অসুস্থ কেয়া মনির চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তার চিকিৎসার ব্যাবস্থা করেছিলেন তিনি।