সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুল ইসলাম রানা সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রবিবার (২১ মার্চ) বিকালে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের রানা এন্টারপ্রাইজে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত ঐ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুল ইসলাম রানা ।
দলীয় সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করে নিজ মনোনয়ন প্রত্যাহারের ঘোষণার উদ্দেশ্যে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মো. মফিজুল ইসলাম রানা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে(২০২১) অংশগ্রহণ করেছিলাম । কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো- স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেহেতু দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নির্বাচন থেকে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুবক্কর শেখ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল লতিফ, ইউনিয়ন বিএনপির সহ বাবর আলী, ইউনিয়ন তাতীদলের সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য শামীম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।