আবু হাসান, কেশবপুর: যশোর কেশবপুরে (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে হাসপাতালে আরো নতুন ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কেশবপুরে গ্রামাঞ্চল ও পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুরের বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমগীর বলেন এখন পর্যন্ত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৩৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্য ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ১০ জনকে স্থানান্তর করা হয়েছে, বাকি ১১ জন চিকিৎসা নিচ্ছেন।