আবু হাসান, কেশবপুর: কেশবপুর বারুইহাটি গ্রামের স্কুল শিক্ষকের পুত্র উপজেলার কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রুপাম মল্লিক (০৮)কে দূর্বৃত্তরা গত বুধবার অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের সহযোগিতায় অপহরণের হাত থেকে তাকে উদ্ধার করা হয়। কেশবপুর থানার অভিযোগ সূত্রে জানা গেছে গত বুধবার প্রতিদিনের ন্যায় উপজেলার বারুইহাটি গ্রামের স্কুল শিক্ষক সাংবাদিক সুশান্ত কুমার মল্লিকের পুত্র রুপম মল্লিক কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র বুধবার দুপুরে স্কুল শেষে বাইসাইকেল যোগে বাড়িতে ফিরছিলো। হঠাৎ তার পিছন থেকে নীল রঙের একটি ইজিবাইকে কিছু অপহরণকারী এসে তাকে সাইকেল থেকে তাকে জোরপূর্বক নামিয়ে ইজিবাইকের ভিতরে উঠায়। তারা তার মুখ হাতদিয়ে জোর করে চেপে ধরে। এসময় তার স্কুলের সহপাঠী তোফাজ্জেল হোসেন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের পথ রোধ করে তাদের পরিচয় জানতে চাইলে তারা উল্টো তাকে ধমকদিয়ে বলে বেশি কথা বললে তোকেও কিন্তু এই সাথে নিয়ে গুম করে দেব। একপর্যায়ে তার চিৎকার চেঁচামেচিতে পথচারীরা হাজির ও আশেপাশের লোকজন টের পেয়েগেগে অপহরণকারীরা রূপম মল্লিককে ইজিবাইক থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রূপম মল্লিকের বাবা উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সুশান্ত মল্লিক বিষয়টি নিয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান বলেন প্রকাশ্য দিনের বেলায় এই ঘটনার সাথে যারা জড়িত তদন্তপূর্বক তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনা হবে।