কেশবপুর প্রতিবেদক:
প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত কম্বল যশোর জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে ও কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের তত্ত¡াবধানে কেশবপুর উপজেলার ৬ নং সদর ইউনিয়ন আওয়াামী লীগের উদ্যোগে ইউনিয়নের ৪ শত গরীব দূঃখী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চত্ত¡রে সদর ইউনিয়ন আওয়াামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়াামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়াামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন,সদস্য শেখর চন্দ্র দাস,উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী ফারুক হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল,মৃলাল কান্তি দাস,নিমাই চন্দ্র দাস,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আওয়াামী লীগের নুরুজ্জামান জামাল,তেফাজ্জেল হোসেন,কামরুল ইসলাম,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামান,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিমুল আব্দুল গফুর,সদস্য কাওছার হোসেন রুবেল,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।