আবু হাসান, কেশবপুর: কেশবপুরে বৃহস্পতিবার বিকেলে বুরুলি স্কুল এন্ড কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এসএম মাহাবুবুর রহমান উজ্জ্বল এর সঞ্চালনায় স্কুল এন্ড কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান (হাবিব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাবু হরেনন্দ্রনাথ সরকার, চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাফিজুর রহমান, ইউপি সদস্য কাজী হামিদুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাতাব মোল্লা, কেশবপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ মোশারফ প্রমুখ।