কেশবপুর প্রতিনিধি: যশরের কেশবপুরে শাওন নামে ২৩ বছর বয়সী এক সন্তানকে ফিরে পেতে (৩ আগষ্ট) বৃহস্পতিবার বিকালে কেশবপুর রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ঐ সন্তানের পিতা মো. ইকবাল হোসেন সরদার। সে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামের মৃত নুরআলী সরদারের ছেলে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৩১/০৭/২৩ তারিখে আমার ছেলের ভেরচি বাজারে একটি মুদিখানার দোকান আছে সে দোকান থেকে বাড়ি ফেরার সময় ব্যবসায়ী লেনদেনের ১,৫০,০০০ টাকা নিয়ে বাড়ীতে আসছিলো এই ঘটনা ওৎপেতে থাকা ১ নং আসামী হাফিজুর রহমান শেখ ও ২ নং মফিজুর রহমান শেখ উভয় পিতা আনছার আলি শেখ,৩ নং আসামী শরিফুল ইসলাম শেখ, ৪ নং আসামী কামরুল ইসলাম শেখ উভয় পিতা নেছার শেখ, ৫ নং আসামী শহিদুজ্জামান সর্দার পিতা আজিবার মন্ডল, টের পেয়ে যাই আমার ছেলে বাড়ি ফেরার সমায় আনুমানিক ৮.৩০ মিনিটে ওৎ পেতে থাকা হাফিজুর রহমান ও তার সহযোগিরা মাঝ পথে গাড়ী থেকে নামিয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আশেপাশে থাকা এলাকাবাসী টের পাওয়ার পর ঘটনা স্থানে পৌঁছনের সঙ্গে তার কাছে থাকা ১,৫০,০০০ টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় ১নং আসামী হাফিজুর রহমান ও তার সহযোগিরা এ সময় ঘটনার স্থানে লোকজনের উপস্থিতি দেখে আমার ছেলেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে সাতক্ষীরা রোডের দিকে নিয়ে হত্যা করে হয়তো বা লাশ গুম করে ফেলেছে, অথবা ভিকটিমকে পাচার করে দিয়েছে বলে মনে করে আমি ও আমার পরিবার আতঙ্কিত এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৬৮/৩৬৪ ধারায় যশোর জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সন্তানকে খুঁজে না পাওয়াই তার পিতা ইকবার সরদার কেশবপুর রিপোর্টার্স ক্লাবে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের পত্র পত্রিকার লেখনীর মাধ্যম দিয়ে দোষীদের বিচার এবং সন্তানকে ফিরে পাওয়ার জন্য সহযোগিতা চেয়েছেন।