আবু হাসান, কেশবপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ অক্টোবর দুপুরে কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এসএম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমুখ।