আবু হাসান, কেশবপুর থেকে: যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার সকালে শহরের মাইকেল গেট সংলগ্ন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর পাড় এলাকায় ওই বিজয় স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, প্রভাষক জুলমত আলী প্রমুখ। ২০১০ সালে কেশবপুর পৌরসভার উদ্যোগ্যে তৎকালিন মেয়র আব্দুস সামাদ বিশ্বাস শহরের পুরোনো সেতু এলাকায় খোজা খালের পাড়ে একাত্তরের স্মারক হিসেবে বিজয় স্তম্ভ নির্মাণ করা হয়। গত বছর নভেম্বরে ওই বিজয় স্তম্ভটি ভেঙে ফেলা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, যশোর-সাতক্ষীরা সড়কের সম্প্রসারণের জন্য স্মৃতি স্তম্ভটি ভেঙে ফেলা হয়েছে।