আবু হাসান, কেশবপুর: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানায়, রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল খার ছেলে আলমগীর হোসেনকে (৪০) ২০পিচ ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে। এরপর অভিযান চালিয়ে মঙ্গলকোট গ্রামের শাজাহান গাজীর ছেলে বিল্লালকে ( ৩৪) তাদের বাড়ি থেকে আটক করা হয়। এসময় তাদের বাড়ি তল্লাশি করে ১০৩ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এব্যাপারে মাদক আইনে আলাদা ভাবে ২টি মামলা রেকর্ড করা হয়েছে যার নং- ০৪ ও ০৫, তারিখ-০৪/০৯/২৩।