আবু হাসান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ২য় রাউন্ডের ৬টি দলের খেলা শুক্রবার বিকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। একই মাঠে সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
অপরদিকে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টাইব্রেকারে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার বিকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ এবং ২য় সেমিফাইনালে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।