আবু হাসান, কেশবপুর: কেশবপুরে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকের মালিক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক এম এ রহমান, কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকের মালিক মিজানুর রহমান বাবু, মাইকেল মধুসূদন ক্লিনিকের মালিক শাহরিয়ার হাবিব প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকের মালিক আজিজুর রহমানকে সভাপতি, মর্ডান হাসপাতালের মালিক রবিউল ইসলামকে সহ সভাপতি, কপোতাক্ষ ক্লিনিকের মালিক মিজানুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক, হিরা ডায়াগনস্টিকের মালিক মোস্তফা কামালকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাইকেল হাসপাতালের মালিক শাহরিয়ার হাবিবকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।
কেশবপুরে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট