আবু হাসান, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও শোক দিবসের প্রস্তুতি উপলক্ষে শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় আবু সারাফ সাদেক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন -যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ৯নং গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, ৮নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ৭নং পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল এ সময় উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা যুবলীগের আহবায় বিএম শহিদুজ্জামান শহীদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, মৎস্যজীবী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রহমান ১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন জাতীয় শোক দিবস ও ১৫ ই আগস্ট উদযাপন উপজেলার প্রতিটা ওয়ার্ডে পর্যায়ক্রমে উদযাপিত হবে এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি থাকার আহবান জানিয়েছেন।